দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আপনি কি দেব ভক্ত? নাকি ঘুরতে ভালোবাসেন, কিন্তু পুজোয় দূরে কোথাও যাওয়ার সুযোগ নেই? তাহলে পূর্ব বর্ধমানের এই গ্রামটি আপনার জন্য হতে পারে সেরা ঠিকানা।এই নির্জন অথচ প্রাণবন্ত বনের সৌন্দর্য যেন এক টুকরো স্বর্গ। এখানে বাতাসের সোঁ-সোঁ শব্দ, পাখির কলতান আর শাল-পিয়ালের পাতার মর্মর শব্দে এক রহস্যময় পরিবেশ তৈরি হয়। মাসখানেক আগে এখানেই নিজের দলবল নিয়ে ঘোড়ায় চড়ে 'রঘু ডাকাত' সিনেমার শুটিং করেছেন দেব। নিশ্চয়ই ভাবছেন, কোথায় এই জায়গা?
পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম আদুরিয়া, যা স্থানীয়দের কাছে 'জঙ্গলমহল' নামে পরিচিত, কলকাতা থেকে মাত্র সাড়ে তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত। দুর্গাপূজার সময় একদিনের জন্য পরিবারসহ এই জঙ্গলে ঘুরে আসতে পারেন। চাইলে দিনের দিন কলকাতা ফিরেও আসতে পারবেন। সেখানে দেখার মতো জায়গা গুলোর মধ্যে রয়েছে কালিকাপুর গ্রামের সাত মহলা রাজবাড়ি, শাল ও পিয়ালের বন, এবং ছোট ছোট আদিবাসী গ্রাম। গভীর জঙ্গলের মধ্য দিয়ে লাল মোরাম রাস্তা মনকে মুগ্ধ করে তুলবে। উল্লেখ্য, এই জায়গাটিতে বাংলা সিনেমার পাশাপাশি কাজলের 'মা' এবং 'পিপ্পা'-এর মতো বলিউড সিনেমারও শুটিং হয়েছে।
বিশেষ করে যাঁরা কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ভ্লগ করেন, তাদের জন্য আদর্শ বেড়ানোর জায়গা আউশগ্রামের আদুরিয়া। রহস্যে ঘেরা ভালকী মাচান থেকে গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সবই কাছাকাছি পেয়ে যাবেন ক্যামেরাবন্দি করার জন্য। আর একদিনের ট্যুরে খুব একটা সমস্যাও হবে না। নিজস্ব গাড়ি থাকলে তো কথাই নেই, দারুণ একটা রোড ট্রিপ উপভোগ করতে পারবেন। আকাশে মেঘ থাকলে ময়ূরের পেখম নৃত্য দেখার সৌভাগ্যও হতে পারে। গাড়িভাড়া করে কিংবা ট্রেনেও পৌঁছে যেতে পারেন এখানে। একরাতের জন্য থাকতে চাইলে হোটেলও পেয়ে যাবেন কাছেপিঠে। তবে এক্ষেত্রে আগে থেকে ফোন করে বুকিং করে রাখুন নইলে পুজোর ভিড়ে মুশকিলে পড়তে হতে পারে।