Technology

2 years ago

Redmi 12 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Redmi 12 5G
Redmi 12 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কম দামের ফোনের তালিকায় Xiaomi-এর ফোন বোশ প্রথম দিকেই রয়েছে। Xiaomi তার সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের জন্য বেশ জনপ্রিয়। কোম্পানিটি প্রায় সব রেঞ্জের ফোনই অফার করে। আর অনেকেই হয়তো জানেন, কম দামের ফোনেও দুর্দান্ত সব ফিচার দেয় কোম্পানিটি। Mi.com-এর অফিসিয়াল পেজ থেকে জানা গিয়েছে, কোম্পানিটি Redmi Note 12 5G-তে প্রচুর টাকা ছাড় দিচ্ছে। আপনি অনেক কমে এই ফোনটি কিনে নিতে পারবেন। Redmi Note 12 5G-এর আসল দাম 16,999 টাকা। আপনি ফোনটি অনেক কমে কিনতে পারবেন।

Redmi 12 5G এর দাম

Redmi 12 4G লঞ্চ করা হয়েছে দুটি ভেরিয়েন্টে - একটি 4GB র‌্যাম ও 128GB স্টোরেজ যার দাম 8,999 টাকা। আরেকটি 6GB র‌্যাম ও 128GB স্টোরেজ এটির দাম 10,499 টাকা।

অন্যদিকে Redmi 12 5G লঞ্চ হয়েছে তিনটি ভেরিয়েন্টের সঙ্গে - প্রথম 4GB র‌্যাম ও 128GB স্টোরেজ দাম 10,999 টাকা। দ্বিতীয় 6GB র‌্যাম ও 128GB র‌্যাম দাম 12,499 টাকা। তৃতীয় 8GB র‌্যাম ও 256GB স্টোরেজ দাম 14,999 টাকা।

Redmi 12 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: রেডমি 12 5G ফোনটিতে 6.79 ইঞ্চির এফএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 550 নিটস্ ব্রাইটনেস এবং 91% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে।

স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া কোম্পানি এই ফোনে 8GB virtual RAM ফিচারও যোগ করেছে। অর্থাৎ এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে একটি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 22.5W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

OS: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

অন্যান্য: এই ফোনে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1, ডুয়েল সিম 5G, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP53 রেটিঙের মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে।


You might also like!