নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর: “ওনমের শুভ উপলক্ষে কেরালার ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা।” শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি ভিডিয়ো যুক্ত করে তিনি লিখেছেন, “এই উৎসব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক। আমরা সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।”
ওনম দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মলয়ালি জাতির পালিত ধান কাটার একটি বাৰ্ষিক উৎসব। এটি একটি কৃষিভিত্তিক উৎসব। কেরলে প্ৰচলিত মলয়ালম দিনপঞ্জী পঞ্চাঙ্গম অনুসারে চিঙ্গম মাসের ২২তম নক্ষত্ৰ তিরুবোণমের দিনে ওণম পালন করা হয়।গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে এটি আগস্ট–সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়।জনশ্রুতি অনুসারে, রাজা মহাবলির স্মরণে এই উৎসবটি উদ্যাপিত হয়। বিশ্বাস করা হয় যে তার আত্মা ওণমের সময়ে কেরল ভ্ৰমণে আসে।
Warm greetings to our sisters and brothers of Kerala on the auspicious occasion of Onam. May this festival usher peace, prosperity, and happiness into everyone’s life. We pray for the well-being and good health of all.
— Amit Shah (@AmitShah) September 5, 2025
കേരളത്തിലെ എല്ലാ സഹോദരി സഹോദരങ്ങൾക്കും ഓണാശംസകൾ.… pic.twitter.com/31thoPdGEB