Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Life Style News

4 months ago

Hibiscus Oil Benefits For Hair: কেশের সুরক্ষায় 'জবাফুল' অনন্য, রইল 'জবা-তেল' তৈরির প্রণালী!

Hibiscus Oil Benefits For Hair (Symbolic picture)
Hibiscus Oil Benefits For Hair (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমানে বাজারে চুল পরিচর্যার যে সমস্ত তেল পাওয়া যায়,তার বেশিরভাগ জবাফুল বেসড। কিন্তু সেই তেলে এমন কিছু কেমিক্যাল থাকে যা চুলে দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো। তাই 'জবা-তেল' ঘরে বানিয়ে ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে। 

∆ উপকরণ: 

* ১০ টা জবাফুল;

* ১০ টা জবাফুল গাছের পাতা;

* ১০০/১৫০ গ্রাম নারকেল তেল।


∆ প্রণালী:  প্রথমে জবাফুল ও পাতা ভালোকরে ধুয়ে গ্রাইন্ডারে পেষ্ট করে নিন। এবার ওই নারকেল তেল পাত্রে নিয়ে আগুনে বসান।তেল ফুটলে জবার পেষ্ট দিয়ে আগুন কমিয়ে ঢেকে দিন। ৬/৭ মিনিট ফোটার পরে আগুন বন্ধ করে ঘন্টা দুই ওভাবেই রেখে দিন। তারপর ওই তেল ন্যাকড়া দিয়ে ছেকে শিশিতে ভরে রাখুন। 

∆ ব্যাবহার পদ্ধতি: প্রতিদিন স্নান করার অন্তত ৩০ মিনিট আগে মাথায় তেল দিয়ে তালুতে ভালো করে ম্যাসাজ করুন। ৩০/৩৫ মিনিট পরে স্নান করে নিন। ১ মাস ব্যবহার করলে নিজেই এই তেলের উপকারিকতা উপলব্ধি করতে পারবেন।

You might also like!