kolkata

1 year ago

Mamata Banerjee : নাগরিকত্ব বাতিল হলে ছেড়ে কথা বলা হবে না, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কোনও বৈষম্য বরদাস্ত করা হবে না। CAA নিয়ে কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ফের একথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদসংস্থার খবর, আজ রাতেই জারি করা হতে পারে সংশোধীত নাগরিকত্ব আইন। তার প্রতিবাদে ফের সরব হলেন মমতা। তাঁর সাফ কথা, ভোটের আগে নাগরিকত্ব বাতিল হলে, তা তিনি বরদাস্ত করবেন না।

কেন্দ্রীয় এই সিদ্ধান্তের খবর চাউর হতেই তৎপরতা শুরু হয় রাজনীতি মহল। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, হাতে কাগজ পেলে তিনি বিস্তারিত জানাতে পারবেন। কিন্তু কেউ নাগরিকত্ব হারালে, তিনি চুপ করে থাকবেন না।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন এই আইন চালু করতে চার বছর অপেক্ষা করতে হল, কেন লোকসভা নির্বাচনের আগেই তা নিয়ে ফের ভাবতে হল কেন্দ্রকে ? কেন্দ্রের এই সিদ্ধান্তকে ভোটের প্রলোভন বলেই জানান মুখ্যমন্ত্রী। কারণ, তাঁর অভিযোগ ভোটে আগে দেশে অশান্তি তৈরি করতে চাইছে বিজেপি।


You might also like!