kolkata

1 year ago

Kolkata Traffic Update: মাধ্যমিকের দ্বিতীয় দিনে কি বলছে ট্রাফিকের হালচাল!

Kolkata Traffic Update (File Picture)
Kolkata Traffic Update (File Picture)

 

৩ ফেব্রুয়ারি, কলকাতাঃ আজ ৩ ফেব্রুয়ারি। মাধ্যমিকের দ্বিতীয় ভাষা পরীক্ষা। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যাতে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে পারে সেই কারণে তৎপর পরীক্ষার্থীসহ তাঁদের অভিভাবকেরা। তাই শহর কলকাতায় কোথায় কি বলছে ট্রাফিক, তা জেনে রাখা ভালো। আসুন জেনে নেওয়া যাক শহর কলকাতায় কোথায় কেমন থাকবে ট্রাফিক? 

ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, এখনও পর্যন্ত শহর কলকাতার যান চলাচল মোটের ওপর স্বাভাবিকই রয়েছে। কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে একটি ডেমোস্ট্রেশন রয়েছে। অন্যদিকে রেড রোডে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা অবস্থান কর্মসূচি। এছাড়াও আর সারাদিনে তেমন কোনও মিটিং মিছিলের খবরও নেই বলে জানাচ্ছেন লালবাজার ট্রাফিক কন্ট্রোল।

এদিকে ছাত্রছাত্রীরা যাতে ঠিক সময় পরীক্ষা দিতে পৌঁছতে পারে, সেই কারণে বাড়িতে বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনওভাবেই কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই দিকটিতে বিশেষ নজর রেখে রাজ্যে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ডব্লুবিটিসি তিনটি পরিবহণ সংস্থাকেই অতিরিক্ত বাস চালানোর কথা বলা হয়েছে। নিত্যযাত্রীদের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনওরক অসুবিধা না হয়, সেই কারণেই এই অতিরিক্ত বাস নামানোর সিদ্ধান্ত। সূত্রের খবর, রাজ্যজুড়ে পরীক্ষার দিনগুলিতে প্রায় তিন হাজার অতিরিক্ত সরকারি বাস রাস্তায় নামানোর কথা বলা হয়েছে।

অন্যদিকে আবার রেলের তরফেও বেশকিছু ট্রেন বাড়তি স্টপেজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শিয়ালদা শাখায় সকাল ৮টা থেকে পৌনে ১০টা ও দুপুর ১টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত একাধিক স্টেশনে বাড়তি সময় দাঁড়াবে ট্রেন। এই বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালানখালি হল্টের মত স্টেশনগুলিতে ট্রেন দাঁড়াবে। এখানেই শেষ নয়, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষার জন্য আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার ৪ জোড়া করে অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেলও। আর মেট্রোর তরফে সেই কথা বিজ্ঞপ্ত দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে। এককথায় বলতে গেলে পরীক্ষার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই দিকটি নিশ্চিত করতে বদ্ধপরিবার সমস্ত পরিবহণ কর্তৃপক্ষই।


You might also like!