kolkata

1 year ago

Water supply cut in South Kolkata :দক্ষিণ কলকাতায় আজদিনভর বন্ধ জল সরবরাহ, রবিবার স্বাভাবিক হবে পরিষেবা

Water supply cut in South Kolkata
Water supply cut in South Kolkata

 

কলকাতা, ২৭ জানুয়ারি : পাম্প এবং পাইপ লাইন মেরামতির জন্য শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় দিনভর বন্ধ থাকছে জল সরবরাহ। তার ফলে আমজনতার ভোগান্তির আশঙ্কা। রবিবার স্বাভাবিক হবে পরিষেবা।

কলকাতা পুরসভা সূত্রে খবর, যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেনরিচ, বেহালায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। এছাড়া গান্ধী ময়দান, সেন পল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন ও ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে না। তার জেরে গার্ডেনরিচ, গড়িয়া, জোকা, নাকতলা, বাঁশদ্রোণী, নেতাজিনগর, আজাদগড়, গড়ফা, সন্তোষপুর, যাদবপুর, মোমিনপুর,বেহালা, হরিদেবপুর, চেতলা, হাজরা, গড়িয়াহাট, বিক্রমগড়, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ একাধিক এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ।

শনিবার সকাল ১০টার পর থেকে বন্ধ থাকবে জল পরিষেবা। অর্থাৎ শনিবার দুপুর এবং বিকেলে জল পাওয়া যাবে না। আগেই অবশ্য কলকাতা পুরসভার তরফে স্থানীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। তবে তা সত্ত্বেও জল পরিষেবায় বন্ধ থাকায় ভোগান্তি শিকার হবেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। রবিবার থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা। 

You might also like!