দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাথরুমে ঢুকেছিলেন তিনি। সেটাই দেখেছিলেন সহকর্মীরা। কিন্তু তারপর থেকে দীর্ঘক্ষণ তাঁকে দফতরের মধ্যে কেউ দেখতে পাননি। খোঁজ শুরু হয় পুলিশ কর্মীরা। দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় আধিকারিক-কর্তাদের। তারপর বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চমকে ওঠেন তাঁরা। বাথরুমের প্যানের মধ্যে মুখ চুবিয়ে পড়ে রয়েছেন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিজাম প্যালেসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মীর আজাহার আলি। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি সিবিআই অফিসে নিরাপত্তার দায়িত্ব সামলাতেন।
মৃতের নাম মীর আজহার আলি। আদতে মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা ছিলেন তিনি। কলকাতার আর্মড পুলিশের গার্ড ছিলেন তিনি। নিজাম প্যালেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সূত্রের খবর, এদিন সকালে ১৯ তলায় বাথরুমে গিয়েছিলেন মীর আজহার। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও ফেরেননি তিনি। দীর্ঘক্ষণ পেরলে সন্দেহ হয় সহকর্মীদের। এর পর উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেওয়া হয়।
এর পর দরজা ভাঙতেই অচৈতন্য অবস্থায় উদ্ধার হন ওই নিরাপত্তারক্ষী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মীর আজহার আলির। ইতিমধ্যেই পুলিশের তরফে মৃতের পরিবারে খবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।