দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ধমান থেকে দুর্গাপুরগামী একটি কয়লাবোঝাই লরি উল্টে মৃত্যু হল দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন। দুর্ঘটনার পর স্থানীয়রা পথ অবরোধ করেন। পুলিশ পরিস্থিতি সামলাতে এলে স্থানীয়দের সঙ্গে পুলিশের বচসা বেধে যায়। পুলিশকে ঘিরে ধাক্কাধাক্কি করতেও দেখা যায় বিক্ষোভকারীদের।। জানা গিয়েছে, মৃত একজনের নাম উত্তম দাস। বুদবুদের ভরতপুরের বাসিন্দা তিনি। সাইকেল নিয়ে পানাগড় শিল্পতালুকের একটি বেসরকারি কারখানায় কাজ করতে আসছিলেন। আরেকটি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি।
একটি কয়লাবোঝাই বড় ট্রাক ১৯ নং জাতীয় সড়কের কাঁকসার (Kaksa) বিরুডিহা ওভারব্রিজ থেকে নামার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় উলটে যায়। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন এক সাইকেল আরোহী-সহ বেশ কয়েকজন। তাঁরা ওই কয়লা বোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন। নিমেষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। পুলিশের সূত্রের দাবি, ট্রাকের নিচে বাইক আরোহী-সহ তিনজন চাপা পড়েছিলেন। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। বাকিদের উদ্ধার করে দুর্গাপুর (Durgapur) মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজন মারা গিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এখনও ৫ থেকে ৭ জন ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছেন।
স্থানীয়দের দাবি, যাত্রীবোঝাই একটি বাসকে বেপরোয়া গতিতে ওভারটেক করতে যাচ্ছিল ওই ট্রাক। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে এত বড় দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। তাঁদের অভিযোগ, পথ নিরাপত্তায় কোনও পদক্ষেপই নেয় না পুলিশ প্রশাসন। সেই কারণে আজ এমনটা ঘটল। তবে পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে উদ্ধারকাজ শুরু করে। তা এখনও চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও তিনজন ওই ট্রাকের নিচে চাপা পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।