Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

Fire in Burrabazar:বড়বাজারের আগুন নিয়েও তৃণমূল-বিজেপি বচসা, বড় অভিযোগ তাপস রায়ের

Trinamool-BJP conflict over Barabazar fire incident
Trinamool-BJP conflict over Barabazar fire incident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার সাতসকালে কলকাতার বড়বাজার অঞ্চলে আগুন লাগে।অগ্নিকাণ্ড ঘিরেও তুঙ্গে রাজনৈতিক তরজা। বড়বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বিজেপি প্রার্থী তাপস রায় পৌঁছতেই ছড়াল উত্তেজনা। বিজেপি-তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসা বাধে। হাতাহাতিও হয় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে।কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় সেখানে পৌঁছনোর পর আরও উত্তেজনা বাড়ে। তাঁকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। 

যে গুদামে আগুন লেগেছে সেটি বেআইনি বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পৌঁছে এলাকায় বেআইনি নির্মাণ, বেআইনি গুদাম রয়েছে তা মেনে নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। এদিকে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হওয়ার বিষয় নিয়ে তৃণমূল দাবি করেছে, তাপস রায় রাজনীতি করতেই সেখানে এসেছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েও নোংরা রাজনীতি চাইছে বিজেপি। এর পাল্টা দিয়েছেন তাপসও। 

বিজেপি প্রার্থীর কথায়, তিনি বড়বাজারের বিধায়ক ছিলেন। এখানকার মানুষ জানে যে কারা নোংরা রাজনীতি করে। তাপসের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর এক বিজেপি কর্মীকে মারধর করেছে। ওই কাউন্সিলরের গ্রেফতারির দাবিও জানান তিনি। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। এর কিছুক্ষণ পরে মেয়র ফিরহাদ হাকিমও সেখানে যান। কথা বলেন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে। 

সোমবার ভোররাতে আগুন লাগার পরই এলাকায় বহুতল আবাসনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন এসে পৌঁছয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় আরও তিনটি ইঞ্জিন আসে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 


You might also like!