দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ বুধবারই TET-এ প্যানেল প্রকাশ করেছিল। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, শীঘ্রই নিয়োগ করা হবে। প্যানেলের সঙ্গে মিলেছিল নম্বরের ব্রেক আপ। এবার TET প্যানেলের নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা হল মামলা।
বুধবার ৫৩৩ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্যানেল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার ২০২২-এর প্যানেল সংক্রান্ত নোটিফিকেশন চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন জানানো হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজা শেখর মান্থা দিলেন মামলা দায়ের করার অনুমতি।