কলকাতা, ২২ ফেব্রুয়ারি: কেউ আইন ভেঙে থাকলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার তা আরও এক বার স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার সকাল থেকেই সন্দেশখালি এলাকায় টহল দিতে দেখা যায় তাঁকে। পূর্ত দফতরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালীর লঞ্চ ঘাটের উদ্দেশে রওনা দেন তিনি। তার পর আবার লঞ্চ নিয়েই যান ছোট শেয়ারা এলাকার দিকে।
নিজ চোখে সন্দেশখালির পরিস্থিতি পরিদর্শনের পর বৃহস্পতিবারই কলকাতায় ফিরে আসেন ডিজি রাজীব কুমার। ধামাখালিতে সাংবাদিকরা তাঁকে একাধিক প্রশ্ন করেন। উত্তরে রাজীব কুমার বলেছেন, "যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ শোনা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও প্রশাসনকে সবাইকে সহযোগিতা করতে হবে। যারাই আইন ভাঙবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" রাজীব কুমার জানান, 'ফোর্স-অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। জমি বা অত্যাচার সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ব্যবস্থা নেব।"
সন্দেশখালিকাণ্ডে উত্তাল বঙ্গরাজনীতি। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন ডিজি রাজীব কুমার। ধামাখালি থেকে নদী পেরিয়ে সন্দেশখালিতে পৌঁছন তিনি। এরপর সন্দেশখালি থানা গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। স্রেফ থানায় বৈঠক নয়, টোটোয় চেপে গ্রাম ঘোরেন রাজীব কুমার। সঙ্গে ছিলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার ও বসিরহাটের পুলিশ সুপার।