কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : শীত প্রায় বিদায় নিয়েছে, আবহাওয়াও বুঝিয়ে দিচ্ছে বসন্ত এসে গিয়েছে। তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে। কখনও ঠান্ডা লাগছে, কখনও আবার গরম। মহানগরী তিলোত্তমায় শীত আর নেই বললেই চলে, শহরতলি ও গ্রামাঞ্চলে ভোরে ও রাতেই অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেই মতো হালকা বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার রাতে কলকাতা ও শহরতলীর বেশ কিছু জায়গা ভিজেছে বৃষ্টিতে।
তবে তাপমাত্রায় বড় হেরফের হল না। ফিরল না ঠান্ডার অনুভূতি। উল্টে, এক ডিগ্রি বেড়ে গেল পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। এবার ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার। তবে, পারদ পতনের আরও কোনও সম্ভাবনা নেই। শীতও আর ফিরবে না। উল্টে ধীরে ধীরে বৃদ্ধি পাবে গরম। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। মালদা, দুই দিনাজপুর প্রভৃতি জেলায় বাড়তে পারে তাপমাত্রা।