কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই, তাপমাত্রার পারদের ওঠা-নামাও চলছে। গুমোটভাবও উধাও। আগের দিনের তুলনায় শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল পরিষ্কার, হালকা ঠান্ডাও মালুম হয়েছে গ্রামাঞ্চলে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় শনিবারের পর আবার শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। দার্জিলিঙে এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। তবে শনিবারের পর থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।