দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল তাপমাত্রা পুড়ছে গোট দেশ খামতি নেই দক্ষিণবঙ্গেও ৷ কয়েকদিন আগেই স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কেননা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে ৷
আগামী সপ্তাহে টানা বৃষ্টিপাত হতে পারে ফলে কবকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷ এই কালবৈশাখীর ফলেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে ৷ আগামী ৫ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক ৫ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে, শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ৷ শনিবারেও এই জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে ৷
রবিবারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ৷ সোমবার থেকে বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই কম বেশি ঝড়বৃষ্টির সতর্কতা আছে ৷ সর্বাধিক ঝোড়ো হাওয়ার বেগ অত্যন্ত ভাল হতে চলেছে ৷ একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷ সর্বাধিক ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও ৷ তবে রবিবার পর্যন্ত কলকাতা-সহ বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে ৷ শুক্রবারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় তাপপ্রবাহ চলবে ৷ শুক্রবার কলকাতার তাপমাত্রা সর্বাধিক ৪০ ডিগ্রি ছুঁতে পারে ৷