kolkata

3 months ago

Tathagata Roy: সীমান্ত সুরক্ষায় শুয়োরকে হাতিয়ার করার নিদান তথাগতের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২৮ এপ্রিল : “পাকিস্তানের বিরুদ্ধে শূকর দিয়ে লড়াই করার প্রস্তাবের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে শূকর পালনের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের একাধিক রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি জানিয়েছেন, “দেশপ্রেমিকদের কাছ থেকে উৎসাহজনক সাড়া পেয়েছে। বিপরীত শিবির থেকে যথাযথ প্রতিক্রিয়া এসেছে। এখন পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় শূকরের অন্ত্র ছিটিয়ে দেওয়ার পরামর্শটি বিবেচনা করুন। এর আগে রবিবার রাতে তিনি অপর এক্সবার্তায় জানিয়েছেন, “কোনো জায়গা শোধন করতে হলে সেখানে শুয়োর ছড়িয়ে দিলে ম্যাজিকের মত ফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। শুয়োর নিয়ে তামাশা করবেন না, এটি আমাদের একটি অব্যবহৃত সম্পদ, যার মূল্যায়ন এখনো হয়নি। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত শোধন করার জন্য বিএসএফ-এর উচিত এখনই এই ব্যাপারে পরীক্ষানিরীক্ষা শুরু করা। এই শুয়োররা রোহিঙ্গিয়াদের চেয়েও তাড়াতাড়ি বংশবৃদ্ধি করতে পারে। এই সীমান্ত পুরোপুরি হিন্দু-অধ্যুষিত করতে হবে।”


You might also like!