West Bengal

4 hours ago

Siliguri News: সাহুডাঙ্গিতে বাড়ির দেওয়াল ভেঙে মৃত দুই শিশু

Two children die in Siliguri
Two children die in Siliguri

 

শিলিগুড়ি, ১৩ আগস্ট : প্রবল বৃষ্টিতে দেওয়াল ভেঙে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি লাগোয়া বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গির পাঘালুপাড়ায়। রাতে বাড়িতে ঘুমিয়ে থাকাকালীন বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। মৃত্যু হয় দুই শিশুর। একজনের বয়স ৩ বছর ও আর একজনের দেড় বছর। স্থানীয়েরা দু'জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর দাপট বাড়ে বৃষ্টির। এর জেরে শিলিগুড়ি শহর ও আশপাশের এলাকায় বহু বাড়ির ভেতর জল ঢুকে যায়। একইভাবে সমস্যায় পড়তে হয় সাহুডাঙ্গি-পাঘালুপাড়া এলাকার বাসিন্দাদের। এদিন রাত ১১টা নাগাদ প্রবল বৃষ্টির কারণে ধসে পড়ে পরিমল মহন্তর বাড়ির পাশের একটি দেওয়াল। তাতেই চাপা পড়ে পরিমলের ৩ বছর বয়সি মেয়ে এবং দেড় বছরের ছেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই শিশুকে উদ্ধার করে নিয়ে যায় শিলিগুড়ি জেলা হাসপাতালে। চিকিৎসক দুই শিশুকেই মৃত বলে ঘোষণা করেন।

You might also like!