কলকাতা : এসএসসির প্যানেল বাতিল নিয়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যেই রাজ্যের শিক্ষকদের ‘যোগ্য’ প্রমাণ দিতে নথি চাইল রাজ্যের শিক্ষা দফতর।
রাজ্যে প্রায় ১ লাখ ৩০ হাজারের বেশি শিক্ষকের কাছে নথি যাচাইয়ের জন্য চাওয়া হয়েছে। এই মর্মে শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলার নির্দেশ অনুযায়ী শিক্ষা দফতর এই নির্দেশিকা দিয়েছে।
শিক্ষা দফতরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ মের মধ্যে নথি জমা করতে হবে। এসএসসি-র শংসাপত্র, নিয়োগ পত্র, বর্তমান চাকরির প্রমাণ পত্র জমা করতে হবে। এসএসসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভাল মেমো। এগুলি জমা করতে হবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষকের কাছে এই সমস্ত নথির হার্ড কপি জমা দিতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক মারফত সেই সমস্ত নথি ডিআই-দের কাছে জমা পড়বে। এরপর শিক্ষা দফতরের তরফে একটি নির্দিষ্ট পোর্টাল লিঙ্ক দেওয়া হয়েছে। আইওএমএস নামে একটি পোর্টাল লগ ইন করতে হবে। সেখানে এসএসসি ডেটা সাবমিশন মেনুতে ক্লিক করতে হবে। সেখানেই সমস্ত তথ্য বা নথি জমা করতে হবে।