জম্মু, ২৭ আগস্ট : ভারী বৃষ্টির ফলে ধস নামায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরের যাত্রাপথ। ধসের কারণে অনেকেই আটকে পড়েন। বুধবার সকাল পর্যন্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধসের কারণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৩ জন। তবে এখনও ধসের কবলে অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। শুধু বৈষ্ণোদেবীর যাত্রাপথ নয়, ভারী বৃষ্টির জেরে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। রাস্তাঘাট বন্ধ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। পুরোদমে চলছে উদ্ধারকাজ।
গত তিন দিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি হচ্ছে। তার জেরে কোথাও কোথাও হড়পা বান, কোথাও আবার ধস নেমেছে। জম্মুর পরিস্থিতি বেশি খারাপ। রিয়াসির এসএসপি পরমবীর সিং জানিয়েছেন, মঙ্গলবার বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে ভূমিধসের ঘটনা ঘটে। সেই ধসের নীচে চাপা পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছে।