kolkata

2 hours ago

Nabanna: তাপপ্রবাহে প্রাণহানি রুখতে উদ্যোগ, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য!

Nabanna
Nabanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয়ের তালিকায় অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার। এর ফলে এখন থেকে হিটওয়েভে কারও মৃত্যু হলে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে দু’লক্ষ টাকা দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি ‘স্টেট এক্সিকিউটিভ কমিটি’র বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত কয়েক বছর ধরেই গরমকালে তাপপ্রবাহে অসুস্থ হয়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এরপরই এ নিয়ে বিশেষ চিন্তাভাবনা শুরু করে রাজ্য সরকার। আগস্ট মাসে এ নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকেই তাপপ্রবাহে মৃত্যু হলে আর্থিক সাহায্য প্রদানের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয় বলে খবর। রাজ্য বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তর এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হিট স্ট্রোক বা সান স্ট্রোকে রাজ্যে কারও মৃত্যু হলে মৃতের পরিবার দু’লক্ষ টাকা পাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট আবশ্যিক। তা যাচাই করার পরই মিলবে টাকা। উল্লেখ্য, এতদিন বজ্রাঘাতে, দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড, নৌকোডুবি, গাছ পড়ে, বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ক্ষেত্রে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিত রাজ্য। এবার থেকে হিট ওয়েভ, নদীভাঙন, ভারী বৃষ্টি, বন্য পশুর আক্রমণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জঙ্গলে আগুন, বিষাক্ত প্রাণীর কামড় বা পশুর আক্রমণে মৃত্যু-সহ ১৪টি ঘটনাকে প্রাকৃতিক বিপর্যয় হিসাবে ঘোষণা করল নবান্ন।

You might also like!