kolkata

13 hours ago

Rakesh Singh: দীর্ঘ লুকোচুরি শেষ, অবশেষে গ্রেফতার রাকেশ সিং

BJP Leader Rakesh Singh Arrested
BJP Leader Rakesh Singh Arrested

 

কলকাতা, ৩ সেপ্টেম্বর : অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছিল তার। তবে ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় এর আগে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে ছিল রাকেশের পুত্র শিবম সিংও। এ ছাড়াও রাকেশের তিন ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে গ্রেফতার করে পুলিশ। তবে পাঁচ দিন ধরে অধরাই ছিল ভাঙচুরের ঘটনার অন্যতম অভিযুক্ত রাকেশ। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

You might also like!