kolkata

1 year ago

Kolkata East-West Metro:হাওড়া-এসপ্লানেড মেট্রো যাত্রার সূচনা, শুধু রবিবার মিলবে না কোনও পরিষেবা

Kolkata East-West Metro
Kolkata East-West Metro

 

কলকাতা, ১৫ মার্চ : দীর্ঘ প্রতিরক্ষা অবশেষে অবসান হল, হাওড়া থেকে এসপ্লানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার সূচনা হয়ে গেল। এদিন সকাল থেকেই জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গেল হাওড়া-কলকাতা মেট্রো পরিষেবা। ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ইতিহাস গড়েছে মেট্রো। শুরু হয়েছে গঙ্গার তলদেশ দিয়ে মেট্রো চলাচল। আর শুক্রবার হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্লানেড— ইস্ট-ওয়েস্ট রুটের এই চারটি স্টেশনেই শুরু হয়েছে জন পরিষেবা।

সকাল ৭টায় ছেড়েছে প্রথম মেট্রো। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৪৫ মিনিটে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১২ মিনিট অন্তর অন্তর পরিষেবা পাওয়া যাবে। আবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই রুটে মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর অন্তর। ৫টা থেকে আবার রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে ১২ মিনিটের ব্যবধানে। পরিষেবার জন্য ব্যয় করতে হবে ন্যূনতম ৫ টাকা। রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না।

অন্যদিকে, একই দিন থেকে পরিষেবা শুরু হয়েছে অরেঞ্জ লাইনেও। অর্থাৎ কবি সুভাষ থেকে রুবির হেমন্ত মুখার্জি স্টেশন পর্যন্ত পরিষেবা শুরু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ৯টা থেকে বিকেল ৪টে ৪০ পর্যন্ত ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে। তবে শনি এবং রবিবার কোনও পরিষেবা এখনই পাওয়া যাবে না। এদিন মাঝেরহাট রুটেও মেট্রো চালু হয়েছে, তবে কাজ শেষ না হওয়ার কারণে বউবাজারে এখনই পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে না। এই রুটে পরিষেবা পেতে পেতে সেই অক্টোবর।


You might also like!