কলকাতা, ২৯ ফেব্রুয়ারি: বিজেপির উপর্যুপরি আন্দোলনের জন্যই গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবারই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেশখালির অভিযুক্ত শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, এরপর এদিন সকালেই বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার দাবি করেছেন, "বিজেপির ক্রমাগত আন্দোলনের কারণে এই সরকার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।"
বৃহস্পতিবার সুকান্ত মজুমদার আরও বলেছেন, "সরকার অস্বীকারের অবস্থায় ছিল। এমন কিছু হয়েছে বলেও তারা মেনে নিচ্ছে না। আমি আগেই বলেছিলাম শেখ শাহজাহানকে গ্রেফতার করতে সরকারকে বাধ্য করব। এখন বিজেপি এবং সন্দেশখালির মহিলাদের আন্দোলনের কারণে সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।"