kolkata

1 year ago

Suvendu Adhikari:'সন্দেশখালি দ্বিতীয় নন্দীগ্রাম', হুঙ্কার শুভেন্দুর

Subhendu Adhikari
Subhendu Adhikari

 

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি  : ‘সন্দেশখালি দ্বিতীয় নন্দীগ্রাম’। শনিবার দিল্লি যাওয়ার পথে ফের বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এর আগে অবশ্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষও একই কথা বলেছিলেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সন্দেশখালিতে বশ্যতার বিরোধী সংগ্রাম চলছে। নন্দীগ্রাম শুরু হয়েছিল জমি অধিগ্রহণ দিয়ে। এটা শুরু হয়েছে মেয়েদের উপর অত্যাচার দিয়ে। তার সঙ্গে জমি অধিগ্রহণ তো রয়েছেই। তবে যেটা নন্দীগ্রামে ছিল না সেটা এখানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে ২০১৩ সাল থেকে কেউ ভোট দিতে পারেননি।”

এর আগে দিলীপ ঘোষও প্রায় একই দাবি করেছিলেন, “নন্দীগ্রাম একটা গেম চেঞ্জার ছিল। এটা দেখেও বহু মানুষ প্রতিবাদের ভাষা খুঁজে পাবেন। নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে। সাধারণ মানুষ নিজের হাতে ঝাণ্ডা তুলে প্রতিবাদের ভাষা খুঁজে নিচ্ছেন। তারা এখন কোনও রাজনৈতিক দলকেই খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। মানুষকে নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে হচ্ছে।” শাসক শিবিরের দাবি, লোকসভা নির্বাচনের মুখে তৃণমূলকে কলুষিত করছে বিজেপির ইন্ধনেই জ্বলছে সন্দেশখালি।

You might also like!