kolkata

1 year ago

Sayooni Ghosh: যাদবপুরে লোকসভায় তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ

Sayooni Ghosh (File Picture)
Sayooni Ghosh (File Picture)

 

কলকাতা, ১০ মার্চ: লোকসভা নির্বাচনে সায়নী ঘোষ প্রার্থী হতে পারেন সে জল্পনা বহুদিন ধরেই ছিল রাজনৈতিক মহলে। অবশেষে রবিবার ব্রিগেডের মঞ্চে এই জল্পনার অবসান ঘটালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর কেন্দ্রে লোকসভায় তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নী ঘোষ।

একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন সায়নী। বিজেপির অগ্নিমিত্রা পলের কাছে তিনি হেরে যান। গত লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে মিমি চক্রবর্তীর উপর আস্থা রেখেছিলেন মমতা, সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রেই তৃণমূলের এবারের প্রার্থী সায়নী ঘোষ।

You might also like!