kolkata

1 year ago

Kolkata Weather Update: আজও বৃষ্টি দক্ষিণের একাংশে! জানাল হাওয়া অফিস

Kolkata Weather Update (File Picture)
Kolkata Weather Update (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ হিমশিম খাচ্ছে বসন্তের এই গ্রীষ্ম-বর্ষাকে কেন্দ্র করে। গতকাল রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছিল। এমনকি বৃষ্টিতে ভিজেছিল উত্তরেরও বেশ কিছু অংশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধ-বৃহস্পতির পর আজ শুক্রবারও বঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জেলায় জেলায়। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে অধিকার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলেও সতর্কতা জারি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশের উত্তর দিকে অবস্থানরত ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। আর এই জোলো হাওয়াই রাজ্যে বৃষ্টিপাতের কারণ।
উত্তরবঙ্গের আবহাওয়া: গত দুদিন থেকে বৃষ্টিতে ভিজেছে উত্তরের একাধিক জেলা। আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত মালদা, দুই-দিনাজপুর, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শিলা বৃষ্টিও হতে পারে। আগামী ২৪ ঘন্টার জন্য উত্তরের জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে।

You might also like!