kolkata

1 year ago

Illegal Water Plant: শোধন করে অবাধে বিক্রি হচ্ছে ভূগর্ভস্থ জল! ভ্রূক্ষেপ নেই পুরপ্রতিনিধিদের

Illegal Water Plant
Illegal Water Plant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়িতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোরিংয়ের যন্ত্র বসানো হয়েছে। যার মাধ্যমে বিপুল পরিমাণ জল ভূগর্ভ থেকে জল তুলে নেওয়া হচ্ছে। রাজারহাট-গোপালপুর ও রাজারহাট-নিউ টাউন বিধানসভা এলাকায় এই ঘটনায় এমনকি জল শোধন করে বোতল ও বড় বড় ড্রামে ভরে পানীয় জল হিসাবে বিক্রি করা হচ্ছে এলাকায়। শুধু তা-ই নয়, পরিশোধনের পরেও বিপুল পরিমাণ জল স্রেফ নর্দমায় ফেলে দেওয়া হচ্ছে!

বিধাননগর পুরসভার ১ থেকে ২৮ নম্বর ওয়ার্ডের সিংহভাগ এলাকায় ভূগর্ভস্থ জল তুলে তা পরিশোধন করে পানীয় জল হিসাবে বিক্রি করা হচ্ছে। যা পুরোপুরি বেআইনি। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গত বছর বিশ্ব জল দিবসে বিধাননগর পুরসভাকে স্মারকলিপি দিয়েছিল। তাদের বক্তব্য ছিল, এর প্রভাব পড়ছে ভূগর্ভস্থ জলস্তরের উপরে। কিন্তু মানুষের প্রয়োজনের দিকটি গুরুত্ব পেলে সে ক্ষেত্রে যাতে পরিশোধিত অংশের বাইরের জল পুনরায় মাটিতে রিচার্জ করানো যায়, তার ব্যবস্থা করা উচিত বলেও পুরসভাকে বিজ্ঞান মঞ্চের তরফে তখন জানানো হয়েছিল। 

You might also like!