Game

1 month ago

Australia win series:মার্শ ও ম্যাক্সওয়েলের দুরন্ত ব্যাটিংয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

Marsh batting Australia
Marsh batting Australia

 

সিডনি, ১৭ আগস্ট : কেয়ার্নসের ক্যাজেলিস স্টেডিয়ামে তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেউইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারালো অস্ট্রেলিয়াতিন ম্যাচের সিরিজ মিচেল মার্শের দল জিতল ২-১ ব্যবধানে

সিরিজ নির্ধারণী ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার ১৭২ রান এক বল বাকি থাকতে অস্টেলিয়া এই ম্যাচ জিতে নেয়উইকেট হাতে রেখে। বলতে গেলে অষ্ট্রেলিয়ার এই জয় সম্ভব হয়েছে মার্শম্যাক্সওয়েলের দুরন্ত ব্যাটিং এর জন্য। সেই সঙ্গে রোমাঞ্চকর এই লড়াইয়ে জিতে সিরিজও জিতে নিল অস্ট্রেলিয়াl

এই সংস্করণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। ২০০৯ সালে ব্রিজবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ২০২২ বিশ্বকাপে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৮ রানের লক্ষ্য তাড়ায় জয় ছিল আগের রেকর্ড।

রোমাঞ্চ-উত্তেজনায় শেষ হওয়া ম্যাচের শুরুটা ছিল আবেগের। এদিনই পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ বব সিম্পসনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ম্যাচ শুরুর আগে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা মাঠে নামেন কালো আর্মব্যান্ড পরে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭২/৭ (ব্রেভিস ৫৩, ফন ডার ডাসেন ৩৮*। হেইজেলউড ২, এলিস ৩ ও জ্যাম্পাউইকেট নিয়েছেন)।

অস্ট্রেলিয়া: ১৯.৫ ওভারে ১৭৩/৮ (মার্শ ৫৪, ম্যাক্সওয়েল ৬২*। রাবাদা ২, মাফাকা ২ ও বস ৩ উইকেট নিয়েছেন)।

ম্যান অব দা ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল

ম্যান অব দা সিরিজ: টিম ডেভিড।

You might also like!