দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তীব্র উচ্চাকাঙ্ক্ষার জন্য প্রাক্তন বিচারপতিদের রাজনীতিতে আসা বা রাজনৈতিক সংস্পর্শে আসাকে ভয়ঙ্কর বিপজ্জনক বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের তৃণমূল মন্ত্রী ফিরহাদের প্রত্যক্ষ নিশানা ছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি প্রার্থী হয়েছেন। তাঁর নাম না করেও ফিরহাদ বলেন, যেসব বিচারপতিরা কাজ ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন, তাঁদের পূর্ববর্তী রায়গুলি নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে।
মেয়র হাকিম আরও বলেন, আমাদের বিচারবিভাগ হল ঈশ্বরের মতো। কিন্তু, সেখান থেকে যদি কেউ রাজনীতিতে আসেন, তাহলে তাঁরা যে রায়গুলি দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠে আসে। আমরা চাই একজন বিচারক বা বিচারপতিকে নিরপেক্ষ থাকতে হবে। একজন বিচারপতি যিনি সমাজের জন্য চিন্তা করবেন। কোনও পক্ষ অবলম্বন না করে রায় দেবেন, এটাই তো কাম্য।
দৃষ্টান্ত হিসেবে তিনি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম করেন। অবসরগ্রহণের পর গগৈ রাজ্যসভার সদস্য হন। সুপ্রিম কোর্টের আরেক প্রাক্তন বিচারপতি এস আবদুল নাজিরকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল করে সরকার। ফিরহাদের মতে, এটা ভয়ঙ্কর বিপজ্জনক প্রবণতা।
ফিরহাদ বলেন, আমরা একজন প্রধান বিচারপতিকে দেখেছি। যিনি অবসর নিয়ে কিছুদিনের মধ্যে রাজ্যসভার সদস্য হয়ে যান। রামমন্দিরের সপক্ষে রায়দানকারী আরেক মুসলিম বিচারপতিকে অন্ধ্রের রাজ্যপাল করা হয়েছে। এটা খুব বিপজ্জনক খেলা। বিচারপতিদের এত উচ্চাকাঙ্ক্ষার জায়গা থাকা উচিত নয়। ঈশ্বর কখনও একচোখো হন না। বিচারবিভাগকেও সেইভাবে কাজ করা উচিত বলে মনে করেন ফিরহাদ।
বিজেপির টিকিট বণ্টন নিয়ে অধিকারী পরিবার কিংবা দিলীপ ঘোষের নাম না করে তিনি আরও বলেন, যাঁরা ওদের আদর্শে বিশ্বাস করেন, তাঁদের টিকিট দেওয়া হচ্ছে না। বরং, যাঁরা তৃণমূলের নীতি-আদর্শে বিশ্বাসী তাঁদের প্রার্থী করছে কেন্দ্রের শাসকদল। কারণ হিসেবে তিনি দাবি করেন, বাংলায় বিজেপির কোনও অস্তিত্ব নেই।