kolkata

1 year ago

Kolkata Airport : কলকাতায় যাত্রী এসে পৌঁছলেও লাগেজ চলে গেল আন্দামানে! বিক্ষোভ বিমানবন্দরে

Spicejet Flight (File Picture)
Spicejet Flight (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্পাইস জেটের বিমানটির ছাড়ার কথা ছিল সকাল ৯টা ৪০ মিনিটে পোর্ট ব্লেয়ার থেকে। নির্দিষ্ট সময়ের বিশ মিনিট আগে ১৮৫ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু নিয়ে ওড়ে বিমানটি। নির্ধারিত সময়ের বিশ মিনিট আগে কলকাতায় পৌঁছতে পেরে খুশি হন বিমান যাত্রীরা। একে একে তাঁরা সবাই বিমান সংস্থার ঘোষণা মতো ৯ নম্বর কনভেয়ার বেল্টের সামনে দাঁড়ান। বেল্ট ঘুরে ঘুরে একে একে লাগেজ আসতে থাকে। ১০৫ জন বিমান যাত্রী নিজেদের লাগেজ পেলেও বাকি ৮০ জনের লাগেজের আর কোন হদিশ মেলেনি। অধৈর্য হয়ে পড়েন যাত্রীরা। লাগেজ না পেয়ে বিক্ষোভ দেখান কেউ কেউ।

খানিকক্ষণের মধ্যে স্পাইস জেটের পক্ষ থেকে ঘোষিত হয় কিছু অসুবিধার জন্য ৮০ জন যাত্রীর লাগেজ রয়ে গিয়েছে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘটনায় আরও ক্ষিপ্ত হয়ে যান যাত্রীরা। অবশেষে কয়েক ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করার পরে একে একে লাগেজ ফিরে পান বিমানযাত্রীরা। 

You might also like!