কলকাতা, ৩ মার্চ : সাত সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। রবিবার সকালে নরেন্দ্রপুর স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে যায়। তার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত রেল চলাচল। বিপাকে পড়েন রেল যাত্রীরা। তবে এদিন ছুটির দিন হওয়ায় নিত্য যাত্রীর চাপ ছিল না। প্রায় দুঘন্টা বন্ধ থাকে রেল পরিষেবা। মেরামতির পর আবারো চালু হয়ে গিয়েছে রেল পরিষেবা।
এদিন সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ নরেন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনে ওভারহেড তার ছিঁড়ে যায়। তার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল থমকে যায়। পর পর স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। সোনারপুর, বারুইপুর, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানায় ব্যাহত ট্রেন চলাচল। ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। রবিবার এমনিই ট্রেন কম তাই কিছুটা অসুবিধার মধ্যে রেল যাত্রীরা।