kolkata

1 year ago

Sandeshkhali Incident :সিপিএমের সভার দিন নতুন করে ১৪৪ ধারা সন্দেশখালিতে,বুধবার পর্যন্ত বাড়ল পুলিশি নিরাপত্তা

Sandeshkhali Incident
Sandeshkhali Incident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিয়েছে সিপিএম। সিপিএমের সভার দিন সন্দেশখালিতে নতুন করে জারি করা হল ১৪৪ ধারা। ধামাখালি ঘাটে ওই ধারা প্রয়োগ করা হয়েছে। ধামাখালি ঘাট দিয়েই সন্দেশখালিতে প্রবেশ করতে হয়। ফলে সিপিএমের সভাকে কেন্দ্র করে নতুন অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। পুলিশের বক্তব্য, অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত।

সোমবার থেকে বুধবার পর্যন্ত সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সিপিএমের সভাকে কেন্দ্র করে অশান্তি হতে পারে, এই সম্ভাবনায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।                        

সন্দেশখালিতে উত্তেজনার সময়ে বেশ কিছু এলাকায় জারি হওয়া ১৪৪ ধারার মেয়াদ রবিবার শেষ হয়েছে। এরপর সোমবার ফের নতুন করে ধামাখালি ঘাটে ১৪৪ ধারা জারি করল প্রশাসন। সোমবার সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে সিপিএম নেতা কর্মীদের যেতে হবে সন্দেশখালিতে। এদিন সকাল থেকে সেই ধামাখালি ঘাট এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

সোমবার প্রথমে সন্দেশখালিতে মিছিল করবেন সুজন চক্রবর্তী ও নিরাপদ সর্দার সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিলের পরে সন্দেশখালিতে বামেদের সভা রয়েছে। সোমবার দুপুর ২ টো থেকে সন্দেশখালির সামাজিক শিক্ষাকেন্দ্রের মাঠে সিপিএমের সভা হওয়ার কথা রয়েছে। মূলত উত্তর ২৪ পরগনা থেকে দলের নেতা, কর্মী, সমর্থকেরা সেখানে যাবেন। বামেদের সভায় মূল বক্তা হিসাবে থাকবেন দেবলীনা হেমব্রম, সুজন চক্রবর্তী, পলাশ দাশ, নিরাপদ সর্দার সহ অন্যান্যরা। 

শাহজাহান বাহিনীর গ্রেফতারির পর ফের সন্দেশখালিতে পুরনো জমি ফিরে পেতে সচেষ্ট হয়েছে সিপিএম। গত শনিবার দীর্ঘ বারো বছর পর সন্দেশখালির দু'নম্বর ব্লকের কোড়াকাটি অঞ্চলে  দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করেছে সিপিআইএমের কর্মী সমর্থকেরা।


You might also like!