দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা শহরে যে পরিমাণ মানুষের বাস এবং কর্মসূত্রে যে সকল মানুষ কলকাতায় আসেন সেই তুলনায় শৌচালয়ের সংখ্যা খুবই কম। ফলে রাস্তায় মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়তে হয় সাধারণ মানুশজনকে। বিশেষত মহিলাদেরকে। তাই এই সমস্যার সমাধান করতে এ বার ভ্রাম্যমাণ শৌচালয় চালু করল কলকাতা পুরসভা।
নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাট-সহ যে সব জায়গায় মানুষের ঢল নামে সেই সমস্ত জায়গায় ঘুরবে এটি। মঙ্গলবার প্রথম এমন একটি শৌচালয় পথে নামানো হয়েছে। ধাপে-ধাপে এই ধরনের শৌচালয়ের সংখ্যা বাড়ানো হবে বলে জানাচ্ছে পুরসভা।