kolkata

1 year ago

Metro Rail Evolution Gallery: কলকাতায় চালু হবে 'মেট্রো গ্যালারি'! কবে, কোথায়?

Metro Rail Evolution Gallery (Symbolic Picture)
Metro Rail Evolution Gallery (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেট্রো রেল এখন কেবল মাত্র কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নেই। সেটি এখন কলকাতা থেকে হাওড়ার পরিবহণ ব্যাবস্থাকে সুগম করেছে। প্রতিদিন বহু মানুষ এই পরিবহণের সুবিধায় নানা কাজে যাতায়াত করছে। মেট্রো রেল পরিবহণ ব্যাবস্থা সার্বিক দিক থেকেই প্রসারিত হয়ে চলেছে।

এই উন্নয়নের কথা মাথায় রেখে, আর্থ- সামাজিক স্তরে মেট্রোর ভূমিকাকে স্বীকৃতি দিয়ে এর ক্রমবিবর্তনকে নিজেদের ট্রান্সপোর্ট গ্যালারিতে প্রদর্শিত করতে চলেছে দেশের প্রাচীনতম সরকারি বিজ্ঞান ও কারিগরি জাদুঘর বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা (BITM)। কলকাতা মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানান হয়েছে। সমগ্র বিশ্বের পরিবহণ ব্যবস্থার ক্রমবিকাশকে তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে। এই গ্যালারিটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামী ১৮ মে। চাকা আবিষ্কার থেকে শুরু করে বর্তমানের বিদ্যুৎচালিত গাড়ি অবধি পরিববহণ ব্যবস্থার এই যে ক্রমবিবর্তনের সফর, তা গল্পের ছলে, বিভিন্ন ছবি, মডেল ও সংক্ষিপ্ত ভিডিয়োর মাধ্যমে দেখা যাবে এখানে। আর সেই জায়গাতেই গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে কলকাতা মেট্রোর প্রায় ৪০ বছরের অগ্রগতির গল্প।

You might also like!