কলকাতা, ২১ ফেব্রুয়ারি: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধীর গতিতে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শীত পোশাকের আর প্রয়োজন পড়ছে না। বৃষ্টিরও রয়েছে পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও, তবে হালকা। বৃষ্টি হলেও তাপমাত্রা কমার আর সম্ভাবনা নেই, আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজ্য জুড়ে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বুধবারই কলকাতার তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে।