কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: বাগদেবীর আরাধনায় মেতেছে আপামর বাঙালি। বসন্ত পঞ্চমীতে রাজ্যজুড়ে অনন্য উত্সবের আমেজ, বসন্ত পঞ্চমী মানেই বাঙালির নিজস্ব ভালোবাসার দিন। সরস্বতী পুজোয় দুর্গাপুজোর মতো জাঁকজমক না থাকলেও, এ দিন প্রায় প্রতিটি বাড়িতেই পুজো হয়। বাগদেবীর আরাধনা হয় স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাঙ্গনেও। বাণী বন্দনাকে সামনে রেখে এদিন বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বটে।
বুধবার সকাল থেকেই বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে উঠতে দেখা গিয়েছে তরুণ-তরুণীদের। ঘরে ঘরে চলে বাগদেবীর আরাধনা৷ স্কুল-কলেজে বাণী বন্দনার আয়োজন ছিল চোখে পড়ার মতো, পুজোর আনন্দে সামিল হয়েছেন ছাত্র-ছাত্রীরা। বাড়ির পাশাপাশি স্কুল ও শিক্ষাঙ্গনেও চলে পুষ্পাঞ্জলি। এদিকে, সমস্ত দেশবাসীকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।