kolkata

1 year ago

Mamata's 'treason', sarcasm by Amit Malviya:মমতার 'রাষ্ট্রদ্রোহিতা', কটাক্ষ অমিত মালব্যর

Mamata's 'treason', sarcasm by Amit Malviya
Mamata's 'treason', sarcasm by Amit Malviya

 

কলকাতা, ১৪ মার্চ,  : মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রাষ্ট্রদ্রোহিতা’কে কটাক্ষ করলেন বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য। বৃহস্পতিবার অমিতবাবু এক্স হ্যান্ডলে মমতার সংশ্লিষ্ট বক্তৃতার ভিডিও দাখিল করে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিবৃতিতে দাবি করেছেন যে আফগানিস্তান ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে না। সংবিধানের শপথ নিয়েছেন, একটি সীমান্ত রাজ্যের একজন বর্তমান মুখ্যমন্ত্রীর ভারতের সরকারী সীমান্তকে স্বীকৃতি না দেওয়া কেবল সমস্যাযুক্ত নয়, রাষ্ট্রদ্রোহিতা। এটি করে, তিনি কাশ্মীরের কিছু অংশে পাকিস্তানের অবৈধ দাবিকে বৈধতা দিচ্ছেন। তাঁকে অবিলম্বে তাঁর বাস্তবিকভাবে ভুল বক্তব্য প্রত্যাহার করতে হবে।”


You might also like!