kolkata

1 year ago

Mamata Banerjee : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষনা মমতা-র !

Mamata Banerjee (File picture)
Mamata Banerjee (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। তিনি বালুরঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন,বনাঞ্চল ও পাহাড়ের মাধ্যমিক পরীক্ষার্থীরা বিশেষ সুবিধা পাবে।   

মাধ্যমিক মানে জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই তার আগে মানসিক ও শারীরিক ভাবে চাঙ্গা থাকাটা জরুরি। ছোট-ছোট পরীক্ষার্থীরা যাতে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেবে রাজ্য। বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর।

অন্যদিকে পাহাড়ে এই সময় প্রচণ্ড ঠান্ডা। পরীক্ষার্থীরা যাতে ঠান্ডায় কষ্ট না পায়. তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে সরকারের তরফে। পরীক্ষার্থীরা যাতে শীতে  কষ্ট না পায়,  ঠিক মতো পরীক্ষা দিতে পারে, তার জন্য পরীক্ষা হলগুলিতে রুম হিটার রাখা হবে।  বুধবারই একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বালুরঘাট সার্কিট হাউস থেকে বেরিয়ে তিনি হেলিকপ্টারে মালদার উদ্দেশে রওনা হন। সার্কিট হাউস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।   

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এবার থেকে বদলেছে সময়। সকাল ৯.৪৫ থেকে শুরু হবে জীবনের প্রথম বড় পরীক্ষা। শেষ দুপুর ১টায়। প্রশাসন সূত্রে দাবি, শীতকালে অন্ধকার নামার আগে পরীক্ষার্থীরা যাতে বাড়ি পৌঁছে যায়, উত্তরপত্র যাতে নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছনো যায় - এই সব কথা মাথায় রেখেই সময় বদলের সিদ্ধান্ত।  

You might also like!