দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএস অফিসারকে খালিস্তানী বলে আক্রমণ। অভিযোগ আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দুপুরে একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী বিজেপিকে তীব্র আক্রমণ করেন। ওই পোস্টের সঙ্গেই মুখ্যমন্ত্রী লেখেন, বিজেপি তাহল মনে করছে, যাঁরা পাগড়ি পড়েন, তাঁরা খালিস্তানী। মমতার অভিযোগ, বিজেপির বিভাজনের রাজনীতি এ বার সাংবিধানিক সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে কলকাতা ও আসানসোলে বিজেপির বিরুদ্ধে পথে নামলেন শিখ সম্প্রদায়ের মানুষ।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার ধামাখালিতে। সন্দেশখালি ঢোকার আগেই আটকে দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অভিযোগ সেইসময় কতর্ব্যরত আইপিএসকে খালিস্তানী বলে আক্রমণ করেন অগ্নিমিত্রা।
এই ঘটনায় পাল্টা জবাব দেন ওই পুলিশ কর্তাও। তিনি জানান, তাঁর মাথায় পাগড়ি রয়েছে বলেই কী তিনি খালিস্তানী ? কেন তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তা নিয়েও বিরক্তি প্রকাশ করেন ওই অফিসার।
পুরোটাই ধরা পড়ে উপস্থিত সংবাদ মাধ্যমের ক্যামেরায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এই নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করে ওই পুলিশ কর্তার পাশে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, পাগড়ি পরলেই খলিস্তানি?