হাওড়া, ২০ মে : হাওড়ার লিলুয়ার ভারতীয় স্কুলের ১৭৬ নম্বর বুথে সাময়িক ভাবে ভোট প্রক্রিয়া বন্ধ! প্রিসাইডিং অফিসারের অভিযোগ, তাঁকে চড়-থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। পরে আবার ভোট প্রক্রিয়া শুরু হয়।
বিজেপি প্রার্থীর অভিযোগ, শাসকদলের নেতা কৈলাস মিশ্রের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনা প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘প্রিসাইডিং অফিসারকে মারা ঠিক হয়নি। অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে। তবে এই কাজ তৃণমূলের নয়।’’