কলকাতা : নরেন্দ্রপুর স্কুলকাণ্ডে তদন্তের অগ্রগতি জানতে আগামী সোমবার নরেন্দ্রপুর থানার আইসিকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ভার্চুয়ালি হাজির থাকতে হবে বারুইপুর জেলা পুলিশ সুপারকেও।
কলকাতা হাইকোর্টে মামলাকারী জানিয়েছেন, স্কুলে ঢুকে বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় ৮ জন গ্রেফতার হয়েছিল। কিন্তু এতদিনেও আর নতুন কোনও গ্রেফতারি হয়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালতও। এখনও সমস্ত অভিযুক্তকে কেন গ্রেফতার করা যায়নি তা নিয়ে পুলিশকর্তাদের জবাব তলব করেন বিচারপতি।
এদিকে নরেন্দ্রপুর স্কুলে বহিরাগতদের তাণ্ডবের ঘটনার পর থেকে স্কুলে পড়ুয়াদের সংখ্যা কমছে বলে আদালতে শুক্রবার জানিয়েছেন স্কুল শিক্ষা পরিদর্শক বা ডিআই। তাঁর কথায়, ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চাইছে না। তারা এখনও আতঙ্কগ্রস্থ।এই বিষয়ে বিচারপতির বক্তব্য, ছাত্র-ছাত্রীরা খুলে পঠন-পাঠনের জন্য আসবে না, এটা হতে পারে না। অভিভাবকদের সঙ্গে এই বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের কথা বলার পরামর্শ দিয়েছেন বিচারপতি। ডিআই-কেও প্রয়োজনে আলোচনায় অংশ নিতে হবে বলে জানিয়েছে আদালত।
প্রসঙ্গত, স্কুলের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল এক শিক্ষকের বিরুদ্ধে। তার জেরে গত ২৭ জানুয়ারি নরেন্দ্রপুরের মন্মথনাথ বিদ্যামন্দিরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বহিরাগতরা। এনিয়ে উত্তেজনা ছড়াল এলাকা। অভিযোগ, শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধর করে বাইরের ওইসব লোকজন। তাদের মোবাইল, হেলমেট ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে নরেন্দ্রপুর থানার পুলিস। তারাই এসে পরিস্থিতি সামাল দেয়।