kolkata

1 year ago

Kabir Suman:'ভাল আছি, সেরে উঠব', হাসপাতাল থেকে পোস্ট কবীর সুমনের

Kabir Suman
Kabir Suman

 

কলকাতা, ৩০ জানুয়ারি  : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়ক-গীতিকার-সুরকার কবীর সুমন। সোমবার বিকেল তিনটের পর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সিসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। জানা গিয়েছিল, তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। কবীর সুমন হাসপাতালে ভর্তি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। এর মধ্যেই ফেসবুকে পোস্ট করে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দেন গানওয়ালা।

হার্টে সমস্যা ছিল কবীর সুমনের। সোমবার দুপুরে বাড়িতেই অসুস্থবোধ করেন তিনি। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিক্যাল টিম তৈরি করে চিকিৎসা চলছে কবীর সুমনের। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিসিন এবং হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন কবীর সুমন। মঙ্গলবার শেষ পাওয়া খবরানুসারে, প্রবীণ শিল্পীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছেন, “শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।”


You might also like!