দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) জনককুমার গর্গ গঙ্গার নীচে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ পরিদর্শন করলেন। তিনি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ ট্রলিতে চেপে গঙ্গার নীচ দিয়ে ঘুরে দেখেন সোমবার। তবে সিআরএসের অনুমোদনের উপরে নির্ভর করছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে ইস্ট-ওয়েস্ট মেট্রো বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণ করতে পারবে কিনা। যাত্রীরা কতটা নিরাপদ থাকবেন লন্ত রেকে এই অংশ পার করার সময়ে তাওঁ দেখার জন্যেই গর্গ ট্রলিতে প্রায় পাঁচ কিলোমিটার পথ পেরোন। সুড়ঙ্গে ট্র্যাকের অবস্থা, ভেন্টিলেশন এবং আলোর ব্যবস্থা খুঁটিয়ে দেখেন। এসপ্ল্যানেডে পৌঁছে প্রবেশ ও প্রস্থানের পথ, ব্লু-লাইন ও গ্রিন লাইনের যাত্রীদের ইন্টারচেঞ্জের জায়গা এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের যাত্রীস্বাচ্ছন্দ্যের মতো বিষয়ও পর্যবেক্ষণ করেন।