kolkata

1 year ago

Temprature is rising in bengal: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতির শঙ্কা! তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী

Fear of a heat wave in South Bengal! The temperature mercury is steadily rising
Fear of a heat wave in South Bengal! The temperature mercury is steadily rising

 

কলকাতা, ২ এপ্রিল: দক্ষিণবঙ্গের জন্য অতি খারাপ খবর! আগামী শুক্রবার পর্যন্ত গরমের দহনজ্বালায় জ্বলতে হবে দক্ষিণবঙ্গকে, তাপপ্রবাহের মতো পরিস্থিতিও হতে পারে। আগামী কয়েকদিন ক্রমেই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মাত্রাতিরিক্ত গরমে জ্বলবে তিলোত্তমা কলকাতাও। আবহবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

You might also like!