কলকাতা, ৮ আগস্ট : বুধবার গভীর রাতে দমদম বিমানবন্দরে পৌঁছালেন মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের নয়নের মনি দিমিত্রি পেত্ৰাতস। আগেই একে একে শহরে এসে অনুশীলনে যোগ দিয়েছিলেন মোহনবাগানের সিনিয়র ফুটবলাররা, সেই সঙ্গে বিদেশি ফুটবলাররাও শুরু করেছেন অনুশীলন। কিন্তু দিমি পেত্ৰাতসর আসেননি সেসময়ে। এতদিন সবুজ মেরুন সমর্থকদের প্রশ্ন ছিল দিমি কবে অনুশীলনে যোগ দেবেন। এদিন প্রিয় ফুটবলারকে বরণ করে নেওয়ার জন্য বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিল বহু মোহনবাগান সমর্থক। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তা রক্ষীদের। তাঁকে নিয়ে সমর্থকদের উৎসাহটা থাকাই স্বাভাবিক। কারণ, সাম্প্রতিক সময়ে তিনি সবুজ মেরুনের সাফল্যের অন্যতম কান্ডারি।