দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বন্ধুর সঙ্গে মনোমালিন্যের ঘটনায় কেউ ভাবেনি এমন করুণ পরিণতি ঘটবে। শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বন্ধুকে হত্যা করার পর বাড়ি ফেরে নাবালক। ছেলেকে দেখে বাবা-মা বুঝতে পারেন যে কিছু একটা ঘটেছে। জিজ্ঞাসা করার পর নাবালক ভেঙে পড়ে এবং খুনের কথা স্বীকার করে। এরপর সপরিবারে তারা এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথে নাবালককে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তার বাবা, মা এবং বোনকেও আটক করা হয়। সূত্রের খবর, আলমবাজারের বাসিন্দা ওই নাবালক বাড়ি থেকে বাবা, মা এবং বোনের সঙ্গে বেরয়। বিহারের বেগুসরাইতে পালানোর ছক কষেছিলেন তাঁরা। সড়কপথে সোজা চলে যায় হাওড়া স্টেশনে। সেখান থেকে রেলপথেই সম্ভবত বিহারে পালিয়ে যাওয়ার ছক ছিল। তবে তার আগে ভেস্তে যায় সব কিছু। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ হাওড়া স্টেশনে হানা দেয়। পাকড়াও করে নাবালককে। তার বাবা, মা এবং বোনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত নাবালক আলমবাজারের বাসিন্দা। বাগবাজার বয়েজ স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। বাণিজ্য বিভাগের ছাত্র ছিল সে। বাবা-মা এবং বোনের সঙ্গে বাস তার। প্রতিবেশীদের দাবি, ভালো ছেলে ওই নাবালক। পড়াশোনা নিয়েই দিনরাত ব্যস্ত থাকত সে। কারও সঙ্গে তেমন মেলামেশা করত না। নিহত নাবালক মনোজিতের সঙ্গে তার বন্ধুত্ব বহুদিনের। তবে সম্প্রতি দু’জনের পরিচিত কিশোরীকে মনোজিতের কটূক্তি করা নিয়ে অশান্তির সূত্রপাত। গত ১০ সেপ্টেম্বর দু’জনের মধ্যে হাতাহাতি হয়। সে সময় ভুল বোঝাবুঝি মিটে গিয়েছিল বলেই ভেবেছিলেন সকলে। ওই বিবাদ যে এমন ভয়ংকর রূপ নেবে, তা ভাবেননি কেউ। প্রতিবেশীদের কথায়, “ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। পরিবারটা ভেঙে গেল।” এই ঘটনার পর থেকে ফাঁকা অভিযুক্ত নাবালকের বাড়ি। যাতে তার বাড়িতে হামলার মতো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুলিশ মোতায়েন করা হয়েছে।