পাটনা, ১১ সেপ্টেম্বর : বিহারের রাজধানী পাটনায় খুন হলেন এক আরজেডি নেতা। বুধবার রাতে রাজকুমার রাই নামে ওই আরজেডি নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলেই সিসিটিভি ফুটেজ। পাটনা পূর্বের পুলিশ সুপার পরিচয় কুমার বলেন, "রাজেন্দ্র নগর টার্মিনালের সামনে ১৭ নম্বর লেনে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। তার নাম রাজকুমার ওরফে আলা রাই বলে জানা যাচ্ছে। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে দেখা যাচ্ছে। আরও অপরাধী থাকতে পারে। বলা হচ্ছে, এই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং তিনি জমি কেনা-বেচাও করতেন। তাই আমরা প্রতিটি দিক থেকে তদন্ত করছি। আমাদের পুরো পুলিশ দল এই ঘটনার তদন্তে নিয়োজিত। এই ঘটনাটি রাত ১০টার দিকে ঘটেছে।"