কলকাতা, ৪ জানুয়ারি :সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে জানাল ইডি।ইডির আইনজীবী জানান, আদালতের নির্দেশ পালন হয়েছে। তা নিয়ে রিপোর্ট শীঘ্রই জমা দেওয়া হবে। বিচারপতি জানান, ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টেয় পরবর্তী শুনানি। আগামী শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উপস্থিত থাকতে হবে।
বেশ কিছু দিন ধরেই ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছিল ইডি। নিয়োগ মামলার তদন্তে বিষয়টি গুরুত্বপূর্ণ বলেও দাবি করেছিল তারা। বুধবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার রুদ্ধদ্বার শুনানি হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি সিংহের বেঞ্চে। নিয়োগ মামলায় গ্রেফতার এবং বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন সুজয়ের কেবিনের সামনে সেই শুনানির কিছু পরে পৌঁছে যান ইডির আধিকারিকেরা। বুধবার রাতে দেখা যায় ‘কাকু’কে নিয়ে জোকা-র ইএসআই হাসপাতালে তারা পৌঁছোয়। পরে জানা যায়, সেখানেই সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছে।