kolkata

1 year ago

Lok Sabha Election 2024 : লোকসভার দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী! হয়তো চলতি মাসের শেষেই

Central forces in the state before the Lok Sabha announcement! Maybe by the end of this month
Central forces in the state before the Lok Sabha announcement! Maybe by the end of this month

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে করাতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন । তাই এবার প্রতিটি জেলায় কোথায় কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে এবং উত্তেজনাপ্রবণ এলাকা থাকতে পারে রাজ্যের কাছে তার পূর্ণাঙ্গ তালিকা চাইল নির্বাচন কমিশন ।আসন্ন লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে করাতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন । তাই এবার প্রতিটি জেলায় কোথায় কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে এবং উত্তেজনাপ্রবণ এলাকা থাকতে পারে রাজ্যের কাছে তার পূর্ণাঙ্গ তালিকা চাইল নির্বাচন কমিশন ।

বুধবার আরও একটি কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে জেলাগুলোতে । সেই নির্দেশিকায় বলা হয়েছে, দ্রুত স্পর্শকাতর বুথ এবং এলাকা চিহ্নিত করে তার তালিকা পাঠাতে হবে কমিশনকে । সেই তালিকায় যেন কোনওরকম ত্রুটি না থাকে । অর্থাৎ, পুঙ্খানুপুঙ্খভাবে স্পর্শকাতর অঞ্চল তথা বুথ চিহ্নিত করতে হবে ৷ একটি বুথ বা এলাকাও যেন তালিকা থেকে বাদ না পড়ে । এছাড়াও শেষ লোকসভা নির্বাচন অর্থাৎ 2019 সালের তুলনায় স্পর্শকাতর বুথ ও অঞ্চলের সংখ্যা কতটা বেড়েছে তাও জানতে চাওয়া হয়েছে । এই তালিকার উপরেই ভিত্তি করেই সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলিতে আধা সেনাবাহিনী মোতায়েন করা হবে ।

একদিকে সন্দেশখালিকাণ্ডে ফুঁসছে ওই এলাকা ও স্থানীয়রা । আর কয়েকদিনের মধ্যেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যাবে । তাই বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যে নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না । অনেক আগে থেকেই কোমর বেঁধেছে কমিশন । তবে সন্দেশখালির ঘটনার পর নিরাপত্তার বিষয়ে আর কোনওভাবেই খামতি রাখতে চাইছে না কমিশন । অনেক আগে থেকেই একের পর এক নির্দেশিকা জারি করা হচ্ছে । দফায় দফায় প্রতিটি জেলাশাসক-সহ জেলার নির্বাচনী আধিকারিক এবং এসপিদের সঙ্গে বৈঠক করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ।

কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী । ওয়াকিবহল মহলের মতে, মূলত রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ।


You might also like!