কলকাতা, ১০ মার্চ: রবিবারই শেষ হচ্ছে হেফাজতের মেয়াদ। রবিবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। সূত্রের খবর, শাহজাহানকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, ৫৬ দিন গা ঢাকা দিয়ে থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বসিরহাট আদালত তাঁকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল। সিআইডি-র হেফাজতে ছিলেন তিনি। পরে কলকাতা হাইকোর্ট শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বলে। তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। তিন দিন শাহজাহানকে হেফাজতে পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার সেই মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, শাহজাহানকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।